ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে অংশ নেওয়া তৃণমূল নেতাকর্মীদের কণ্ঠে কেবল একটাই দাবি প্রতিধ্বনিত হয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দেখতে চান বারবার কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোকসেদুল ইসলাম ইকবালকে।
ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোর্ট ভবন মাঠে। সমাবেশকে সফল ও সার্থক করতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের শত শত নেতাকর্মী বিশাল মিছিল সহকারে সমবেত হন। এই মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোকসেদুল ইসলাম ইকবাল।
সমাবেশ চলাকালীন চারপাশ মুখরিত হয়ে ওঠে স্লোগানে স্লোগানে। নেতাকর্মীদের কণ্ঠে ভেসে আসে একটাই আকাঙ্ক্ষা “ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে মোকসেদুল ইসলাম ইকবালকে দেখতে চাই।”
দীর্ঘদিন ধরে রাজপথে নির্যাতন-নিপীড়নের শিকার এই সাহসী নেতার প্রতি আস্থা প্রকাশ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, তাঁর মতো সৎ, সাহসী ও নিরলস পরিশ্রমী নেতা-ই স্বেচ্ছাসেবক দলকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারবেন।
এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা বলেন, “ইকবাল ভাই শুধু রাজপথের লড়াকু নেতা নন, তিনি আমাদের মতো কর্মীদের আপনজন। আমরা বিশ্বাস করি তাঁর নেতৃত্বেই স্বেচ্ছাসেবক দল আরও শক্তিশালী হবে।”
আরেকজন তরুণ কর্মী জানান, “আমরা চাই ত্যাগী ও নির্ভীক নেতাকে সভাপতি হিসেবে দেখতে। ইকবাল ভাইয়ের মতো নেতা স্বেচ্ছাসেবক দলের জন্য আশীর্বাদ।”
সমাবেশ শেষে স্থানীয় এক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী বলেন, “প্রিয় ইকবাল ভাইয়ের হাত ধরে ভালুকার স্বেচ্ছাসেবক দল ভবিষ্যতে আরও উজ্জ্বল, সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে ইনশাআল্লাহ।”
সমাবেশ শেষে স্পষ্ট হয়ে ওঠে, ভালুকার স্বেচ্ছাসেবক দলের তৃণমূলের একটাই দাবি সভাপতি পদে দেখতে চান মোকসেদুল ইসলাম ইকবালকে।


