শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের মোঃ বাদশা মিয়া ওরফে মাইদুল ইসরামকে ১২/০৪/২০২৫ ইং তারিখে কুপিয়ে হত্যা মামলার ১২জন আসামি হাইকোর্টে জামিনের মেয়াদ শেষে হলে গাইবান্ধা দায়রা জজ আদালতে ১৭/০৯/২০২৫ইং তারিখে পুনরায় জামিনের আবেদন করেন।
হাজিরা দিতে এসে ১২ জন আসামিকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন মোঃ রেজাউল করিম সরকার সিনিয়র জেলা ও দায়রা জজ গাইবান্ধা। জেল হাজতে প্রণকৃত আসামিরা হলেন মোঃ গোলাম আজম মোঃ মিগ্রা সরকার, মোঃ গোলাম মাওলা মোঃ মিজু সরকার সকলের পিতা-মৃতঃ গোলজার হোসেন, মোঃ আহাদীয় মিয়া পিতা-মোঃ জহির মাস্টার, মোঃ মনস্তুর ব্যাপারী পিতা-মৃতঃ মোতাজ,মোঃ মানিক মিয়া পিতা-মৃতঃ তজসিম মাস্টার, মোঃ মাহাবুর রহমান পিতা-মোঃ মোস্তফা, মোঃ আলম মিয়া, পিতা মৃতঃ আজিজুল হক, মোঃ হাসানুল হক রেজা, পিতা-মোঃ শাহ আলম সকলের সাং- পশ্চিম ছাপড়হাটি, মোঃ গোলজার মোঃ মেহেদী হাসান, পিতা-মোঃ গোলজার মেম্বার সাং- পশ্চিম ছাপড়হাটি সুন্দরগঞ্জ গাইবান্ধা।