প্রতিনিধি, খুলনা:
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটে (কেপিআই) ১ম পর্বের শিক্ষার্থীদের ভর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট (কেপিআই) শাখার উদ্যোগে ভর্তি সহায়তা হেল্পডেস্ক পরিচালনা করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানা সহযোগিতা করে সংগঠনটির নেতাকর্মীরা৷
হেল্পডেস্কে নতুন শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান, দিকনির্দেশনা ও বিভিন্ন সহযোগিতা করা হয়। এতে ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা ভীষণভাবে উপকৃত হন এবং শিবিরের এ উদ্যোগের প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান প্রামানিক। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেপিআই শাখার নেতৃবৃন্দ বলেন, “নতুন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা চাই তারা যেন সঠিকভাবে ভর্তি হয়ে নিজেদের শিক্ষাজীবন সুন্দরভাবে শুরু করতে পারে।”


