মোঃ মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. সৈবুর রহমান (৩০), পিতা মো. রবিউল ইসলাম এবং ২. মো. আব্বাস আলী শিহাব (২০), পিতা মো. আইয়ুব আলী। তারা দু’জনই চর আমতলা খাসমহল গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম ফোর্স-সহ ভোরে ওই এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী টহল দায়িত্বে ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দুই যুবক মোটরসাইকেলযোগে ট্যাকপাড়া থেকে এসে আমতলা খাসমহল এলাকায় হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরবর্তীতে পুলিশ অভিযানে গেলে উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে সকাল ৬টার দিকে মো. আব্বাস আলী শিহাবকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। এসময় তার পরিহিত লুঙ্গির মধ্যে লুকানো অবস্থায় তিনটি পলিথিনের প্যাকেটে রাখা মোট ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার সহযোগী সৈবুর রহমানকেও আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু হয়েছে।