মোঃ মাহাবুল ইসলাম মুন্না, রাজশাহী :
রাজশাহীর নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুব আলমের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর উত্তাল হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গণ। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অভিভাবকরাও শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পদত্যাগ দাবি করেন এবং স্কুল প্রাঙ্গণে বিক্ষোভে অংশ নেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, সুযোগ পেলেই শিক্ষক শাহাবুব আলম ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টা করেন। সর্বশেষ ২ সেপ্টেম্বর স্কুল ছুটির পর তিনি এক চতুর্থ শ্রেণির ছাত্রীকে একা পেয়ে মুখ চেপে ধরেন। ভয় ও আতঙ্কে ওই ছাত্রী আর বিদ্যালয়ে আসছে না।
অভিভাবকদের অভিযোগ, শাহাবুব আলম দীর্ঘদিন ধরেই বিভিন্ন অযুহাতে ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করে আসছেন। এ ধরনের ঘটনায় তাদের সন্তানরা মানসিকভাবে ভীত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, “লিখিত অভিযোগে ২ সেপ্টেম্বরের ঘটনার উল্লেখ নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”