স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট ) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে,আলোচনা সভা,কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিল হাসান সোহেলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব বাবর আলী রুমন, যুগ্ন আহ্বায়ক জানেবুল হক জোসি,আখিলুর রহমান,বদিউজ্জামান,এম হোসেন,আব্দুস সামাদ, ইমন, মুকুল আরিফ প্রমুখ।
পরে কেক কাটা, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।