আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল গ্রুপের “টাপাল” নামক ট্যাবলেট, গাঁজা, নগদ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। তবে আরেকজন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় যৌথ অভিযান চালায়।
এ সময় ওই এলাকা থেকে ট্যাপেন্টাডল গ্রুপের ১২৭ পিস টাপাল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬১ হাজার ৩৪০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মাদক কারবারী রবিউল ইসলাম (৩০) সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
একইদিন রাত আড়াইটার দিকে একই টহল দল রাজারহাট উপজেলার মাদাই পাঠানপাড়া এলাকায় আরও একটি অভিযান চালায়। এ সময় সেখান থেকে ট্যাপেন্টাডল গ্রুপের ৫১ পিস টাপাল ট্যাবলেট ও ইনফিনিক্স ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মো. মোস্তফা (১৯) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহরিয়ার আহাদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
								
							
