ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণ ও বাদীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, যে জমি নিয়ে বিরোধ চলছে সে জমিতে নিষেধাজ্ঞার পূর্বেই বাদীর একটি স্থাপনা ছিল। ওই জায়গাটি থেকে বাদীর দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভোগ দখলে থাকা দোকান ঘরসহ বাদীকে স্থানীয় প্রভাবশালী নেতা মিলন অদৃশ্য ক্ষমতা বলে উচ্ছেদ করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী মোছাঃ ছাহেরা খাতুন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়ন বাটাজোর মুচিরা মৌজাস্থ বিআরএস ১০৬০ খতিয়ান এর ১১১২৭ নং দাগে ২৫ শতক জমি নিয়ে মোছাঃ ছাহেরা খাতুন ও রিমা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যা শেষ পর্যন্ত আদালতে গড়ায়। বিরোধপূর্ণ ভূমিতে আদালত নতুন করে কাজের উপর নিষেধাজ্ঞা দেন। অভিযোগকারী মোছাঃ ছাহেরা খাতুন বলেন, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী নেতা মিলনের শক্তিতে প্রতিপক্ষ রিমা আক্তার জমিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
প্রতিপক্ষ রিমা আক্তারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও রিমা আক্তারের স্বামী আবদুল খালেক রিমা আক্তারের সাথে কথা বলতে দেয়নি, ফলে প্রতিপক্ষ রিমা আক্তারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে মিলন ঘটনার সত্যতা স্বীকার করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জমি সংক্রান্ত বিষয়ে মোছাঃ ছাহেরা খাতুনের একটি লিখিত অভিযোগ পেয়েছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে