স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো একজন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগাস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার চরপলশিয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে মোঃ আল আমিন, মোঃ আমিনুলের ছেলে স্বপন মিয়া ও হাসিল মানিকাবাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে মো. জুয়েল।
ধনবাড়ী থানার এস আই আকরাম হোসেন বলেন, ভোরে ঢাকা থেকে জামালপুরগামী একটি পিকআপভ্যান ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। আহত হয় একজন। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।