আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
দেশে বর্তমানে চিকিৎসা সেবার ব্যয় বেড়ে যাওয়ায় তা গরিব মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে দেশের দারিদ্রপীড়িত জেলা কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হয়েছে মাত্র দশ টাকায় চিকিৎসা সেবাদানকারী হাসপাতাল।
নাগেশ্বরী উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফাইট আনটিল লাইট (ফুল)’–এর উদ্যোগে ২০২৪ সালের ডিসেম্বরে এই হাসপাতাল চালু হয়। হাসপাতালটিতে ডায়াবেটিস, টাইফয়েড, জন্ডিস, কিডনি সমস্যা ছাড়াও রক্তের সকল ধরনের পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি করা হয় স্বল্প মূল্যে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দু’জন চিকিৎসক নারী, শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন।
প্রত্যন্ত চরাঞ্চলসহ নাগেশ্বরী উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৬ হাজার নিম্নআয়ের পরিবার এই দশ টাকার কার্ড গ্রহণ করেছে। কার্ডধারী সদস্যরা চিকিৎসা সেবা গ্রহণ করছেন, আর যাদের কার্ড নেই, তারাও মাত্র ১০০ টাকায় চিকিৎসকের পরামর্শ পাচ্ছেন। রক্ত পরীক্ষা, ইসিজি ও আল্ট্রাসনোগ্রামের খরচও খুবই কম। এতে করে অর্থনৈতিকভাবে সাশ্রয়ী সেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা।
এ হাসপাতাল দরিদ্র শিক্ষার্থীদের জন্য পরীক্ষানিরীক্ষা একেবারে ফ্রি করে দিয়েছে। অল্প খরচে মানসম্মত চিকিৎসা পাওয়ায় স্থানীয়রা চাইছেন হাসপাতালটিতে আরও আধুনিক চিকিৎসা সেবা চালু হোক এবং এজন্য সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন বলে মত দিয়েছেন অনেকে।
হাসপাতালটি চালুর ফলে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। নাগেশ্বরী উপজেলার ১৩ জন বেকার যুবক-যুবতী এখানে কাজের সুযোগ পেয়েছেন, এতে খুশি কর্মরত স্টাফরাও।
সিনিয়র মেডিকেল অফিসার, উপসহকারী মেডিকেল অফিসারসহ একটি চিকিৎসক দল গর্ভবতী নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রতিদিন গড়ে ৩০–৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানান সিনিয়র মেডিকেল অফিসার ডা. ইমতিয়াজ হোসেন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফুল’–এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, নিম্নআয়ের পরিবারগুলোকে মানসম্মত চিকিৎসা সেবা দিতে হাসপাতালটি চালু করা হয়েছে। ভবিষ্যতে সরকারি-বেসরকারি সহায়তা পেলে চিকিৎসা সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ সিব্বির আহমেদ হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং চিকিৎসা সেবা নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, স্বল্প মূল্যে এমন চিকিৎসা সেবা ও পরীক্ষা-নিরীক্ষা চালু থাকলে এলাকার গরিব মানুষ উপকৃত হবে।