অনলাইন ডেস্ক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের আকাশে সংকট ঘনভূত হচ্ছে। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দিতে চাই। নির্বাচন তারাই পিছিয়ে দিতে চাই যারা সংস্কার পিছিয়ে দিচ্ছে। আপনারা সংস্কার ছাড়া নির্বাচনের রব তুলে নির্বাচন বিরোধী ও গণতান্ত্রিক বিরোধী অবস্থান নিয়েছেন।
সোমবার (৭ জুলাই) রাতে পাবনা শহীদ চত্বরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার পথসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ, ভারতের যড়যন্ত্র ও মিডিয়ার যড়যন্ত্র থেকে আমাদের সতর্ক থাকতে হবে। একটি দল আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যারা বলছেন এই অভ্যুত্থানের আইনগত ভিত্তি নেই, তারা নতুন করে মুজিববাদের ঠিকাদারী নিয়েছে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের দাবিতে চল চল ঢাকা চল কর্মসূচি থাকবে।
বসুন্ধরা মালিকানাধীন মিডিয়া হাউজগুলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তিনি বলেন, আমরা পিছিয়ে যাবো না। আমরা এই মিডিয়া সংস্কার করেই ছাড়বো। মিডিয়াকে মাফিয়াতন্ত মুক্ত করেই ছাড়বো।
পথসভায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পাবনার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ প্রমুখ বক্তব্য রাখেন।