ইমন সরকার, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে খেয়া পারাপারের সময় শিক্ষার্থী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ তিন শিক্ষার্থীর মধ্যে শাপলা আক্তার (১৪) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টার দিকে গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটিতে মোট ৯ জন শিক্ষার্থী ছিলেন। তারা সকলেই বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসা ও পাশের স্কুলে পড়ালেখা করে। নৌকা মাঝ নদীতে পৌঁছালে হঠাৎই ডুবে যায়। এ সময় ৬ জন শিক্ষার্থী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন নিখোঁজ হয়।
প্রায় দুই ঘণ্টার তল্লাশির পর স্থানীয়রা জাল ফেলে শাপলা আক্তারের মরদেহ উদ্ধার করে। সে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের চর আলগী গ্রামের মোঃ মাইনুদ্দিনের মেয়ে এবং বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ অন্য দুই শিশু শিক্ষার্থী একই গ্রামের আবির (৭), পিতা মোঃ হাবিব মিয়া এবং জুবায়ের (৯), পিতা মুক্তার উদ্দিন। তারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও চর আলগী খেয়াঘাট থেকে শিক্ষার্থীরা নৌকায় করে দত্তের বাজার ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছিল। মাঝ নদীতে পৌঁছালে হঠাৎ নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।
ঘটনার পর থেকে গফরগাঁও, কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের একাধিক দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুই শিক্ষার্থীর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস আলম জানান, “এক ছাত্রী লাশ উদ্ধার করা হয়েছে। বাকী দুইজনের লাশ উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।”