স্টাফ রিপোর্টার, মোঃ মাহমুদুল হাসান :
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯:৩০ ঘটিকার সময়,শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সহায়তা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী।
স্বাগত বক্তব্য দেন,শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নয়ন মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ শাহাদাৎ হোসেন,শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহীন আকতার প্রমুখ।
আলোচনা শেষে, ৩০১০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধান বীজ, ১০ ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ২০০ কৃষককে শাকসবজি, ৪৫ কৃষককে পেঁয়াজ কন্দ-সার, ৭০ প্রতিষ্ঠানকে তাল চারা, ১৭ প্রতিষ্ঠানকে নারিকেল চারা, ১৫০ কৃষককে লেবু চারা, ১ হাজার ৯০০ কৃষককে কাঁঠাল, নিম,বেল,জামের চারা, ১৮ কৃষককে এয়ার ফ্লো পেঁয়াজ সংরক্ষণের মেশিন ও ৩০০ পরিবারকে আম চারা দেওয়া হয়।