ইমন সরকার, ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে পূর্বঘোষিত ইপিজেড (EPZ) স্থাপনের সিদ্ধান্ত বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার দাবিতে আজ মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর মহাপরিচালকের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ও জাতীয় যুবশক্তির সংগ্রামী সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।
এই আলোচনায় তাঁরা ময়মনসিংহে পূর্বে নির্ধারিত ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত বাতিল করায় স্থানীয় জনগণের মধ্যে যে অসন্তোষ ও বঞ্চনার অনুভূতি তৈরি হয়েছে তা তুলে ধরেন এবং লিখিত অনুরোধপত্রের মাধ্যমে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি তাঁরা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাকে বিকল্প সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনার প্রস্তাবও দেন।
ডা. জাহেদুল ইসলাম বলেন, “ময়মনসিংহ একটি গুরুত্বপূর্ণ জনবহুল অঞ্চল। এখানে ইপিজেড স্থাপন করা হলে স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় শিল্পায়নের গতিও বাড়বে। আমরা আজ এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে কথা বলেছি এবং আশা করছি সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে।”
জাবেদ রাসিন বলেন, “ময়মনসিংহ সবসময়ই বাণিজ্য-বান্ধব অঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু পূর্বঘোষিত ইপিজেড প্রকল্প বাতিল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। আমরা চাচ্ছি এই উন্নয়ন পরিকল্পনা যেন পুনরায় চালু করা হয় এবং ফুলবাড়িয়া উপজেলাকে উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করা হয়।”
তাঁরা আরও বলেন, “এই অঞ্চলে ইপিজেড স্থাপিত হলে যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের দরজা খুলবে, বিনিয়োগ বাড়বে, এবং একটি কার্যকর অর্থনৈতিক কেন্দ্র হিসেবে ময়মনসিংহ প্রতিষ্ঠা পাবে।”
প্রসঙ্গত, পূর্বে ময়মনসিংহে ইপিজেড প্রকল্পের ঘোষণা দেওয়া হলেও পরবর্তীতে তা বাতিল করে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের প্রতিবাদ এবং উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।