নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহা. রুহুল আমিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, তিনি একটি ঘরে বসে আছেন এবং তাঁর হাতে একটি বিদেশি মদের বোতল।
ছবিটি ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও সমালোচনা। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যও ছবির ব্যক্তিকে রুহুল আমিন বলে শনাক্ত করেছেন।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. কলিম উদ্দিন প্রতিবেদকে বলেন, ‘ছবিটি চেয়ারম্যান স্যারেরই।’ তবে মদ সেবনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
একইভাবে, নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়নের এক গ্রাম পুলিশ সদস্য বলেন, ‘ছবিতে যিনি আছেন, তিনি আমাদের চেয়ারম্যান স্যার। তবে ইউনিয়ন পরিষদে কখনো তাঁকে মদ সেবন করতে দেখিনি।
স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, ‘রুহুল আমিনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মদ সেবনের অভিযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদের আশপাশে মাঝে মাঝে বিদেশি মদের বোতল ও ফেনসিডিল পড়ে থাকতে দেখা যায়।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোহা. রুহুল আমিন অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ছবিটি আমার নয়। আমার সম্মানহানি করতেই এটি এডিট করে ছড়ানো হয়েছে।’ মদ সেবনের অভিযোগও ‘মিথ্যা ও বানোয়াট’ বলে দাবি করেন তিনি।
বিষয়টি নিয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী বলেন, ‘ছবিটি ও অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।