মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে থেকে ভাসমান অবস্থায় শ্রী আমিন (৪৬) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের অন্তর্গত কাশরইল কিনুপাড়া মাঠের পাশে শ্রী মঙ্গল এর পুকুরের দক্ষিণ পাশে ভাসমান অবস্থায় আমিনের লাশ উদ্ধার করা হয়, শ্রী আমিন সুবইল গ্রামের বুধুর ছেলে।
সংক্ষিপ্ত বিবরণ : গত ৩ জুন মঙ্গলবার রাত্রে নিহত শ্রী আমিন (৪৬) (আদিবাসী) পিতা- মৃত বুধু, বাড়ি থেকে চা খাওয়ার কথা বলে পার্শ্ববর্তী গ্রাম কাশরইল কিনুপাড়া তার মেয়ের বাড়ির সামনে মেয়ে অনিতার সাথে রাস্তার মধ্যে দেখা হয় এবং কথা বলে বাড়ির দিকে যাচ্ছিল তার মেয়ে এবং লোকজনের ভাষ্যমতে মাঝে মাঝে ভিকটিম চুয়ানি বাংলা মদ পান করে।
ঘটনার দিন মাদকদ্রব্য অবস্থায় ছিল এবং মাতাল অবস্থায় হাঁটতে হাঁটতে ব্যালেন্স হারিয়ে পার্শ্ববর্তী শ্রী মঙ্গল পিতা মৃত বিশ্বনাথ এর রাস্তার পার্শ্বে পুকুরে পড়ে ডুবে মৃত্যু হয় বলে স্থানীয়ভাবে জানা যায়। অদ্য সকাল অনুমান ৬ টার সময় পুকুরের মালিক এর স্ত্রী সোনামণি ভিকটিমের লাশ ভেসে থাকতে দেখতে পেলে এলাকার লোকজনকে খবর দেয় এবং ভিকটিমের স্ত্রী ও মেয়ে অনিতা জানায় ভিকটিম গত মঙ্গলবার থেকে নিখোঁজ আছে খোঁজাখুজি করছে এবং ভিকটিমের আত্মীয়-স্বজনরা লাশ শনাক্ত করে। পুলিশকে অবহিত করলে গোমস্তাপুর থানার এসআই নিরস্ত্র মোঃ আবু সাব্বির রাবু সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশ পুকুর থেকে এলাকার লোকজন এর সহায়তায় উঠানো হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ওসি) রইস উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।