নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে। আহত স্বেচ্ছাসেবক দলকর্মী মো. আশরাফুল হক (৩০) বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আশরাফুল হক বলেন , গত ৮ মে রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বজুমোড় বড়ইবাজার এলাকার একটি আমবাগানে তাকে তুলে নিয়ে যায় দাইপুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা মো. ডলার আলী (৩০) ও তার ৪-৫ জন সহযোগী। সেখানে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এক পর্যায়ে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করা হয়। এ সময় তার কাছে থাকা বিকাশ ব্যবসার নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
হামলার সময় আশরাফুলকে হত্যার উদ্দেশ্যে গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টাও করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। পরে তার চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনিয়ামিন নবীন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সাবেক নেতা ডলারের নেতৃত্বে আমাদের এক কর্মীর ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত ডলার আলীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।