সৈয়দ মিয়া (প্রতিনিধি চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াছিন কালু (৪৫) নামে ডেকোরেশন মালিক সমিতির প্রচার সম্পাদক এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৩ মে শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার মনসা বাদামতল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ইয়াছিন কালু পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের খরিনখাইন এলাকার শামসুল আলমের ছেলে। সে পেশায় ফকির মসজিদ এলাকায় খাজা ডেকোরেশন এর মালিক।
প্রত্যক্ষদর্শী সুএে জানা যায়, সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইয়াছিন কালু নিহত হন।
এ বিষয়ে পটিয়া হাইওয়ে থানার (ওসি) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার মৃত্যুতে পটিয়া-কর্ণফুলী ডেকোরেশন মালিক সমিতির সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোহাম্মদ আসহাব উদ্দিন সহ সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে ইয়াসিন খালুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে