স্টাফ রিপোর্টার, মোঃ মাহমুদুল হাসান :
শ্রমিক–মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে” এই প্রত্যয় সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম।
মে দিবসের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন,নবাব অটো রাইস মিলের চেয়ারম্যান মোঃ আকবর আলী। শ্রমজীবী মানুষের অধিকার এবং দাবি আদায়ের গুরুত্ব তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান ও হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সবুজ।
আলোচনা সভায় অংশ নেন,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন,“শ্রমিকদের ন্যায্য মজুরি,নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করলেই টেকসই উন্নয়ন সম্ভব। এজন্য শ্রমিক ও মালিকের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।”
উপস্থিত সবাই মে দিবসের চেতনা বাস্তবায়নে একযোগে কাজ করার আহ্বান জানান। এ আয়োজনটি চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেয়।