চট্টগ্রাম প্রতিনিধি: সৈয়দ মিয়া
পাহাড়তলী কাজির দিঘি হাজী আব্দুল আলি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাহাড়তলী থানা কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের সৃজনশীল অংশগ্রহণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন জাসাস পাহাড়তলী থানার শিল্পীরা। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন পাহাড়তলী থানার জাসাস এর সভাপতি মোঃ শওকত আকবর,
সূচনা বক্তব্য রাখেন পাহাড়তলী থানা জাসাস এর সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ,
প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর জাসাস এর আহ্বায়ক এম এ মুসা বাবলু, বিশেষ অতিথি নগর সদস্য সচিব মামুনুর রশিদ শিপন, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী সাইফুল আলম, ওয়ার্ড বিএনপি নেতা সৌরভ শাহীন, জাসাস নগর যুগ্ন-আহবায়ক জামিল আহমেদ, জাসাস নগর যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ, নগর যুগ্ন আহ্বায়ক মোঃ তুহিন, নগর যুগ্ন আহবায়ক মোঃ শরীফ, মোঃসাইফুল ইসলাম, মোঃ কালাম, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আফতাব হোসেন শিবলু,
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পাহাড়তলী থানা জাসাস এর সিনিয়র সহ-সভাপতি মনির আহমেদ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন সাংবাদিক নাসির উদ্দিন লিটন, আলি আকবর নোমান, সজীব বেপারী, ফয়েজ আহমেদ পলাশ, মাহেন, ফাহিম, জিদান, ফারুক, মনজুর আলম, ফারজানা আক্তার রানী, জয় দাস, সুমন সহ আরো অনেকে।
বক্তারা বলেন বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অঙ্গ। এই ধরনের আয়োজন আগামী প্রজন্মকে দেশের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয় এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।