অনলাইন ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী। এদের মধ্য থেকে ১ হাজার ৮১৬ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
আজ রোববার সকাল ৯টা থেকে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। ভর্তি পরীক্ষা চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
সকাল ৯টা শুরু হওয়া এই ভর্তি পরীক্ষা ৫টি শিফটে চলবে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত। প্রতি শিফটে পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা করে। এদিকে অন্যান্য বারের মতো এবারো ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম বলেন, ‘এ বছর ২ লাখ ৬২ হাজার ৪৯০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। জীববিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে। আজকে ৪৭ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এই বিভাগে আসন রয়েছে ১৫৫টি। আজকে ছাত্রীদের পরীক্ষা। আগামীকাল একই আসনের জন্য ৩৯ হাজার ৭৬ জন ছাত্র পরীক্ষার্থী অংশ নেবে।’
প্রক্টর আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে যাতে পরীক্ষা সম্পন্ন হয়।’