অনলাইন ডেস্ক :
দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো ঢাকা-সিরাজগঞ্জ রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৬ টায় শহরের বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহরের সিরাজগঞ্জ বাজার স্টেশন ও মনসুর আলী স্টেশন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এরপর থেকে ‘আমরা সিরাজগঞ্জবাসী’ ব্যানারে ট্রেনটি পুনরায় চালুর দাবিতে আন্দোলনে নামে সিরাজগঞ্জের সকল শ্রেণি পেশার মানুষ। দীর্ঘ দিন আন্দোলনের পর পুনরায় ট্রেন চালু উপলক্ষে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আন্দোলন করা নেতারা।
প্রথম দিনেই ট্রেনে ঢাকাগামী যাত্রী ছিল চোখে পড়ার মতো। আবারও বাজার স্টেশন থেকে ঢাকা রুটে সরাসরি ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত সিরাজগঞ্জবাসী।
সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকাগামী যাত্রী জানায়, ট্রেনটি বন্ধ থাকায় আমাদের ঢাকা যাতায়াতে অনেক সমস্যায় পড়তে হতো। সড়ক পথে যানজটের ভোগান্তির পাশাপাশি ভাড়াও অনেক বেশি দিতে হয়। এক্ষেত্রে ট্রেনে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যায় ও ভাড়াও অনেক কম। তাই দীর্ঘদিন পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ায় আমরা অনেক খুশি।
সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান বাচ্চু জানান, ৪ আগস্ট থেকে রেল কর্তৃপক্ষ সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বন্ধ করে দেয়। যেহেতু এটি সিরাজগঞ্জ-ঢাকা রোডের একমাত্র ট্রেন। তাই এটি বন্ধ থাকার ফলে সিরাজগঞ্জবাসী রেলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। এটি পুনরায় চালু হওয়ায় সিরাজগঞ্জবাসী রেলের সেবা আবারও ফিরে পেল।
উল্লেখ্য, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ভোর ৬ টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার বিকেল ৫টায় কমলাপুর রেল স্টেশন থেকে রাজগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে।
 
								
 
							
