অনলাইন ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ কথা বলেছেন।
এর আগে, বিকেল ৩টার দিকে সিইসির সঙ্গে বৈঠক শুরু করেন সালাউদ্দিন আহমদের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল।
বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।
আর বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমদ ছাড়া আরও ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বগুড়ার একটি আসন থেকে তারেক রহমানকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে, তিনি এখনও ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি।
তফসিলের পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও প্রার্থী হতে হলে ইসির অনুমোদন লাগবে। ১৭ বছরের বেশি সময় বিদেশে নির্বাসিত থাকার পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের ঢাকার ফেরার কথা।
এদিকে, সালাহউদ্দিন আহমদ আরও বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। ইসি যা চাইবে, তাই হবে। পরিবেশ সুষ্ঠু থাকুক, তা প্রত্যাশা করি। আশা করি, পরিস্থিতি ক্রমে উন্নতি হবে।


