পিংকি আক্তার (রাঙ্গামাটি) :
রাঙ্গামাটিতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে প্রশাসনকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ মারুফ।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় জানানো হয়, ০১মে হতে ৩১ জুলাই পর্যন্ত সকল প্রকার মাছ আহরণ,পরিবহণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও শুকনো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা অমান্যকারী মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ অনুযায়ী জেল, জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হবে।
সভায় শহরের পরিচ্ছন্নতা, সড়কের শৃঙ্খলা, সীমান্তে নিরাপত্তা জোরদার করা, ফিটনেস বিহীন যানবাহন রাস্তা থেকে অপসারণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, বিজিবি সেক্টর অতিরিক্ত পরিচালক মোঃ তৌফিকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ অমিত দে, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী আহম্মেদ শফী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নূর-উজ-জামান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এম সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।