নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর আল-আরবী ক্যাডেট মাদ্রসার ছাত্র নিখোঁজের ১২দিন পার হলেও উদ্ধার বা কোন সন্ধান করতে পারেনি শিবগঞ্জ থানা পুলিশ। অন্যদিকে নিঁখোজ ছাত্রের পিতার অভিযোগ মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলায় তার ছেলে সোলাইমান হোসেন নিখোঁজ হয়েছে। ছেলের সন্ধান চেয়ে দূর্লভপুর ইউনিয়নের নামো জগনাথপুর গ্রামের পিতা মো. তরিকুল ইসলাম শিবগঞ্জ থানা একটি সাধারণ ডায়েরী করেছেন।
নিখোঁজ সোলাইমান হোসেনের পিতা অভিযোগ করে বলেন, আমার ছেলে ঈদের ছুটি কাটিয়ে ৮ এপ্রিল মাদ্রাসার যাই। মাদ্রাসায় সঠিক ভাবে পৌঁছায়। ওইদিন থেকে যে বাড়িতে খাওয়া-দাওয়া করতো সে বাড়িতেও গিয়েছিল। কিন্তু ওই বাড়ির মালিক দু’দিন পর আমাকে ফোনে বলে আপনার ছেলে খেতে আসেন কেনো। বিষয়টি শুনে আমি মাদ্রাসা গিয়ে প্রধান শিক্ষকসহ সকলকে জানায়। কিন্তু তারা বিষয়টি জেনেও আমাকে কিছুই বলেনি। পরে আমি থানায় গিয়ে ছেলের সন্ধান চেয়ে জিডি করেছি। মাদ্রাসার শিক্ষকরা আমার কে ছেলে মারধর করত। মাদ্রাসা কর্তৃপক্ষের এমন দায়িত্ব অবহেলার কারণে আমার ছেলে নিখোঁজ। আমি ছেলের সন্ধান চাই এবং মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধেতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।
এব্যাপারে ভবানীপুর আল-আরবী ক্যাডেট মাদ্রসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্দুল হামিদ বলেন, আমার প্রতিষ্ঠান একজন ছাত্র নিখোঁজ হয়েছে এটা সত্য। আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি।
এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া জানান, ভবানীপুর আল-আরবী ক্যাডেট মাদ্রসার ছাত্র নিখোঁজের একটি জিডি হয়েছে। ছাত্রটি কে উদ্ধারের চেষ্টা চলছে।
								
							
