দৈনিক মানবিক বাংলাদেশ

Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
রাত ৩:৩৩, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
নোটিশ
ই-পেপার
Menu
  • সাংবাদিক তালিকা
    • সম্পাদকীয় মন্ডলী
    • বিভাগীয় সম্পাদক
    • ব্যুরো প্রধান
    • সিনিয়র রিপোর্টার
    • স্টাফ রিপোর্টার
    • জেলা প্রতিনিধি
    • উপজেলা প্রতিনিধি
    • বিশেষ প্রতিবেদক
    • ক্রাইম রিপোর্টার
    • অফিস স্টাফ
    • ভিডিও সাংবাদিক
    • ক্যাম্পাস প্রতিনিধি
    • বিজ্ঞাপন প্রতিনিধি
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
Menu
  • প্রচ্ছদ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • বিনোদন
  • বাণিজ্য
  • লাইফস্টাইল
  • তথ্য ও প্রযুক্তি
  • রাজধানী
  • প্রবাস
  • আইন-আদালত
হোম জাতীয়

হারুন, বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল

আগস্ট ১১, ২০২৫
in জাতীয়
A A
0
হারুন, বিপ্লবসহ ৪০ পুলিশ কর্মকর্তার পদক বাতিল

ছবি : সংগৃহীত

Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার :

পলাতক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, উপমহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারসহ বিভিন্ন পদমর্যাদার ৪০ পুলিশ কর্মকর্তার বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ) পদক প্রত্যাহার করা হয়েছে। এসব কর্মকর্তার ৭৮টি বিপিএম ও পিপিএম পদক বাতিল করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকে পাওয়া এসব কর্মকর্তার কারও কারও চারটি পদক প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে ২০১৮ সালের নির্বাচনের পর পাওয়া সাতজনের পদক আগেই প্রত্যাহার করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি গত ৭ আগস্ট জারি করা হলেও তা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় গতকাল রবিবার। এসব কর্মকর্তা সবাই ‘পলাতক’ বলে প্রজ্ঞাপনে তুলে ধরা হয়।

গত ১৫ বছরে ঘুরে ফিরে কিছু কর্মকর্তাকে বারবার পদক দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। আর ২০১৮ সালের নির্বাচনের পর ঢালাওভাবে নির্বাচনী দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের পদক দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। ওই বছরের কৃতিত্বের জন্য ২০১৯ সালে ৩৪৯ জন পুলিশ কর্মকর্তাকে পদক দেওয়া হয়, যা পুলিশের পদক দেওয়ার ক্ষেত্রে একটি রেকর্ড।

রবিবারের প্রজ্ঞাপনে বলা হয়, ‘ইতিমধ্যে নিজ কর্মস্থল হতে পলায়ন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এরূপ ৪০ (চল্লিশ) জন পুলিশ সদস্যের অনুকূলে প্রদত্ত পুলিশ পদক প্রত্যাহার করা হলো।’

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এসব কর্মকর্তা পলাতক আছেন। পদক বাতিল হওয়াদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের অনেককে ইতোমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করলেও তারা কর্মস্থলে যোগ দেননি। এদের মধ্যে ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের আরও তিনটি পদক প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ২০১৮ সালে পাওয়া তার পদকটি প্রত্যাহার করা হয়েছিল। সবশেষ প্রজ্ঞাপনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান থাকাকালে আলোচিত কর্মকর্তা হারুন অর রশীদের আরও চারটি পদক প্রত্যাহার করা হয়। ২০১৮ সালে পাওয়া তার পদকটি আগেই প্রত্যাহার করা হয়। চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মীনার ২০১৮ সালের পদকটিও আগে প্রত্যাহার করা হয়েছে। পরের প্রজ্ঞাপনে তার আরও দুটি পদক প্রত্যাহার করা হয়।

ডিএমপির আরেক আলোচিত কর্মকর্তা সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের তিনটি পদক প্রত্যাহার করা হয়েছে। আরেক যুগ্ম কমিশনার প্রলয় কুমার জোয়ার্দ্দারের তিনটি পদক বাতিল হয়েছে। বাতিল হয়েছে অতিরিক্ত ডিআইজি শ্যামল মুখার্জীর একটি পদক। র‌্যাব ১০-এর সাবেক পরিচালক (অতিরিক্ত ডিআইজি) ফরিদ উদ্দীনের দুটি পদক বাতিল হয়েছে। অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া আয়েশা সিদ্দিকার দুটো পদক এবং আরেক সাবেক যুগ্ম কমিশনার এস এম মেহেদী হাসানের চারটি ও সঞ্জিত কুমার রায়ের একটি পদক বাতিল হয়েছে।

ডিএমপি ডিবির সাবেক কর্মকর্তা সঞ্জিতের ২০১৮ সালের পদকটি এর আগে বাতিল করা হয়। দুটি পদক বাতিল হয়েছে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার জায়েদুল আলমের। তার ২০১৮ সালের পদক আগেই প্রত্যাহার করা হয়। ডিএমপির আরেক সাবেক যুগ্ম কমিশনার রিফাত রহমান শামীমের একটি পদক বাতিল হয়েছে, তার ২০১৮ সালের পদকটি আগে বাতিল করা হয়। ডিএমপির আরেক সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর বাতিল হয়েছে দুটি পদক। পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীমের একটি বাতিল হয়েছে। তার ২০১৮ সালে পাওয়া পদক আগে প্রত্যাহার করা হয়। এসপি আসাদুজ্জামানের তিনটি, মো. শাহজাহানের একটি, ছানোয়ার হোসেনের চারটি, মানস কুমার পোদ্দারের দুটি, গোলাম মোস্তফা রাসেলের তিনটি, আরিফুর রহমান ম-লের চারটি, ইকবাল হোসাইনের একটি পদক প্রত্যাহার করা হয়েছে।

সংখ্যাতিরিক্ত এসপি হিসেবে পদক পাওয়া হাসান আরাফাতের দুটি ও রহমত উল্লাহ চৌধুরীর তিনটি এবং অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে এসএম জাহাঙ্গীর হাসানের তিনটি, রুবাইয়াত জামানের একটি, শাহ আলম মো. আখতারুল ইসলামের একটি, তোহিদুল ইসলামের দুটি, ইফতেখায়রুল ইসলামের দুটি, রওশনুল হক সৈকতের একটি, মিশু বিশ্বাসের দুটি বাতিল করা হয়েছে। সহকারী পুলিশ সুপারদের মধ্যে গোলাম রুহানীর একটি বাতিল হয়। আর ঢাকার বিভিন্ন থানার ওসি ও গোয়েন্দা পুলিশে দায়িত্ব পালন করা ৯ পুলিশ পরিদর্শকের মধ্যে মেজবাহউদ্দিন আহাম্মেদের তিনটি, মশিউর রহমানের দুটি পদক বাতিল হয়েছে। একটি করে প্রত্যাহার হয়েছে বিএম ফরমান আলী, নূর এ আলম সিদ্দিকী, কাজী মাইনুল ইসলাম, অপূর্ব হাসান, মো. শাহজামান, শেখ আমিনুল বাশার ও জাকির হোসাইনের।

প্রতিবছর সাহসিকতা ও সেবার ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পুরস্কার দিয়ে থাকে পুলিশ বাহিনী। পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিকতার মধ্যে প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান নিজ হাতে পুরস্কার পাওয়া কর্মকর্তাদের পদক পরিয়ে দেন। পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তাদের দাপ্তরিক যোগযোগের ক্ষেত্রে নামের শেষে বিপিএম বা পিপিএম শব্দগুলো যোগ করতে পারেন। এ পদক পাওয়ার জন্য প্রতি মাসে বেতনের সঙ্গে বিশেষ প্রণোদনা পেয়ে থাকেন তারা।

Recommended

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

8 months আগে

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর

10 months আগে

Popular News

    Connect with us

    ফেসবুক

    টুইটার

    ইউটিউব

    ইন্সটাগ্রাম

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ আলী

    সম্পাদকীয় কার্যালয়: গাজী ভবন (৩য় তলা), প্লট : ৩৫, রোড : ২, ব্লক : খ, সেকশন-৬, ঢাকা-১২১৬।

    Email: news.manabikbangladesh@gmail.com

    Website: www.manabikbangladesh.com Phone : +8809638-360743