ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং বিএনপির মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গণসংযোগকালে গুলি করে প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ভালুকা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, ‘জনতার মেয়র’ খ্যাত আলহাজ্ব হাতেম খান।
বিক্ষোভ মিছিলটি ভালুকা পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান ও আবু তাহের ফকির। এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য তাজুল ইসলাম, এস এম নুরুল ইসলাম, আমিনুল ইসলাম পাপ্পু এবং পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি এবং গণতন্ত্রকে পদ্ধতিগতভাবে ধ্বংস করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে।
একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এ দেশের মাটিতে সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।


