স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় জয় হাতছাড়া হয়েছে প্রথম ম্যাচে। তিন ম্যাচের সিরিজে দ্বিতীয় ম্যাচটি তাই হয়ে ওঠেছে বাঁচা-মরার। সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। এ লক্ষ্যে আজ বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেও মাঝপথে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। পাওয়ার প্লে-তেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় টাইগাররা। শেষ পর্যন্ত ১৪৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস, হারতে হয় ১৬ রানে।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটারদের রানে ফেরার বিকল্প নেই। বিশেষ করে চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটারদের উপর একটু বেশিই দায়িত্ব থাকে। সেজন্য শুরুর দিকের ব্যাটারদের ভালো একটা শুরু এনে দিতে হবে।
প্রথম ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও সেটিই প্রত্যাশা করেছেন। প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা তার।


