ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডের তদন্তে অবহেলা ও জড়িতদের আইনের আওতায় আনতে বিলম্বের প্রতিবাদে মানববন্ধন করেছে ইবি মিল্লাতিয়ান সোসাইটি। রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি শাহ ফরিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন সহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এসময় তারা বলেন, সাজিদ হত্যাকান্ডের দুই মাস হলেও প্রশাসন এখনও তদন্তের দায়িত্ব সিআইডিকে হস্তান্তর করেনি। প্রশাসনের এই তালবাহানা বন্ধ করে অতিদ্রুত মামলা সিআইডিকে দিয়ে সুষ্ঠু তদন্ত ও খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
জানা গেছে, গত ৪ আগস্ট সাজিদের বাবা আহসান হাবিবুল্লাহ ইবি থানায় হত্যা মামলা দায়ের করে মামলার তদন্ত কার্যক্রম সিআইডিকে দেওয়ার দাবি জানান। কিন্তু ঘটনার ২ মাস হতে চললেও আনুষ্ঠানিকভাবে তদন্তের দায়িত্ব না পেয়ে মৌখিক আদেশের ভিত্তিতে তদন্ত করেছে সিআইডি। কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তদন্তের বিষয়টি গত ৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হলেও চিঠি হাতে পেতে কিছুদিন সময় লাগবে। সিআইডির সহায়তায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অনুমোদিত হলে আমাদের সকল ডকুমেন্ট সিআইডিকে দিয়ে দিব।
এদিকে শনিবার বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যার প্রতিবাদে বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে ইবিস্থ ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতি। এসময় এই হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনটির নেতারা।