স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১:৩০ ঘটিকার সময়,বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে,জামায়াতে ইসলামী উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী,জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী।
সভায় উপস্থিত সাংবাদিকদের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি,গণতন্ত্র,সুশাসন, সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা এবং আগামীর রাজনৈতিক কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। বক্তারা বলেন,একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য,নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


