অনলাইন ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশু- কিশোরদের মেধা বিকাশের লক্ষ্যে দেশের সব উপজেলায় সরকার খেলার মাঠ তৈরি করে দিচ্ছে।
আজ বুধবার সকালে রাজশাহীর শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার।
শিশুরাই হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের সৈনিক এ কথা জানিয়ে সরকার প্রধান বলেন, শিশু-কিশোরদের সব সুবিধা নিশ্চিতে কাজ করা হচ্ছে। তাদের মেধার বিকাশে জেলা-উপজেলা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তঃপ্রতিযোগিতার আয়োজনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশীয় খেলাগুলোকে এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করেন শেখ হাসিনা।