দিনাজপুর প্রতিনিধ: মোঃ নুর আলম
দিনাজপুর- ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল থানাধীন ১১মাইল নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দিনাজপুর ট্রাফিক পুলিশের এক (টিএসআই)নিহত হয়েছেন।
জানা যায়, টিএসআই আব্দুল করিম ২৭ মার্চ বৃহস্পতিবার আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যানযট নিরসনে একটি টিম সহ বীরগঞ্জে ট্রাফিক ডিউটিতে আসেন। ডিউটি শেষে তিনি সরকারি মোটারসাইকেলযোগে অন্যান্য সহকর্মীদের সাথে দিনাজপুর ফিরছিলেন। ইফতারির কিছু পূর্ব মূহুর্তে বিকাল অনুমান ৬ ঘটিকার সময় ১১মাইল নামক স্থানে দিনাজপুর হতে পঞ্চগড়গামী শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত ও বেপরোয়া গতিতে এসে ট্রাফিক পুলিশের সেই মোটারসাইকেলটিকে ধাক্কা দিলে মহাসড়কের উপরে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দূর্ঘটনার সংবাদ পেয়ে কাহারোল থানা ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এদিকে স্থানীয় জনগন ও বীরগঞ্জ থানা পুলিশ বাসটিকে আটক করলেও গাড়ির ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।