অনলাইন ডেস্ক :
বাংলাদেশে শিল্পখাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। গত ১৩ এপ্রিল এ বিষয়ে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। এই নতুন মূল্যবৃদ্ধি আজ থেকে, অর্থাৎ এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, শিল্পখাতে ব্যবহৃত গ্যাসের মূল্য ৩০ টাকা প্রতি ঘনমিটার থেকে বেড়ে ৪০ টাকায় পৌঁছাবে। একই সঙ্গে ক্যাপটিভ খাতের জন্য গ্যাসের মূল্য ৩১.৭৫ টাকা থেকে বেড়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি, যেসব শিল্প প্রতিষ্ঠান তাদের অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছে, তাদের জন্যও গ্যাসের মূল্য ৪০ টাকা প্রতি ঘনমিটার হতে হবে।
এটি এমন একটি সময় এসেছে যখন গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা এবং বিরোধিতা হয়েছিল। গত ২৬ ফেব্রুয়ারি পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবনায় গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়, যেখানে একাধিক পক্ষ প্রস্তাবের বিরোধিতা করে। পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানির প্রস্তাবে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব ছিল, যা বিদ্যমান দামের তুলনায় প্রায় ১৫২ শতাংশ বেশি।
তবে, এই প্রস্তাবটি জনগণের বিরোধিতা এবং তীব্র প্রতিবাদের মুখে পড়ে। অংশীজনরা এই সিদ্ধান্তকে ‘বেআইনি’ এবং ‘গণবিরোধী’ আখ্যা দেয়। তবে, পরবর্তী সময়ে গ্যাসের দাম বাড়ানোর নতুন সিদ্ধান্তটি কার্যকর করা হয়।