স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ২৯টি চোরাই মোবাইল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটেলিয়ান (৫৯ বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরোণগঞ্জ সীমান্তের ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগান থেকে মালিকবিহীন ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের মোবাইল উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটেলিয়ানের অধীনস্থ কিরনগঞ্জ বিওপি’র ০১টি বিশেষ টহল দল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৮/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগান থেকে মালিকবিহীন ২৯টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যায়। আটককৃত মোবাইল ফোনগুলো প্রচলিত আইন অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন,চোরাচালান দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন।


