স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক আহমেদ।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
সেসময় উপস্থিত ছিলেন,শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহীন আকতার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


