স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান :
আগামীতে জনগন বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশার প্রতিফলন ঘটবে। সেই সঙ্গে কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে দেশ।
বুধবার (০১ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো রূপরেখার ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগে এসব কথা বলেন,৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী,শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক ও সাবেক জেলা বিএনপি’র সদস্য মোঃ সাদিকুর রহমান।
এসময় তিনি বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন,আমরা আশাবাদী,নির্দিষ্ট সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ। আর তাই সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছি।
তিনি বলেন,দেশের জনগণের ভোটে আগামীতে বিএনপি নির্বাচিত হলে,দেশে ৩১ দফার প্রতিফলন ঘটানো হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোকে দেশ গড়তে চাই। এলক্ষ্যে গ্রামে বাজারে পাড়াে মহল্লায় জনসাধারণকে অবহিত করতে ৩১ দফার লিফলেট বিতরণ করা হচ্ছে।
৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে জনসাধারণের কাছে জিয়া পরিবারের জন্য ও নিজের জন্য দোয়া এবং ধানের শীষে ভোট চান সাদিকুর রহমান।
তিনি আরও বলেন,আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শিবগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী,দল থেকে যাকে মনোনয়ন দেবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বো।
৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন,বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।