আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নবান্ন উৎসব–১৪৩২’ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হয় এ উৎসব। বাংলার কৃষিভিত্তিক ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবকে ঘিরে সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে তৈরি হয় অনাবিল আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠা। শিক্ষার্থীরা দলগতভাবে বাহারি পিঠার প্রদর্শনী ও পরিবেশন করেন, যা উপভোগ করেন শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা।
মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের সাথে রঙিন ফিতা কেটে নবান্ন উৎসবের সূচনা করেন। পরে শিক্ষার্থীরা ফুল দিয়ে উপাচার্যকে বরণ করে নেন এবং শীতের পিঠা পরিবেশন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “বাংলার নবান্ন শুধু উৎসব নয়; এটি আমাদের কৃষি ঐতিহ্যের রূপকার। কৃষিকে শ্রদ্ধা ও কৃষকদের প্রাপ্য সম্মান দিতে হলে এ ধরনের দেশীয় সংস্কৃতিকে লালন করতে হবে।” তিনি অল্প সময়ে এমন সুন্দর আয়োজন করার জন্য আয়োজক শিক্ষার্থীদের প্রশংসা করেন।
অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা জানান, নবান্ন তাদের কাছে শুধু একটি উৎসব নয়, বরং কৃষির প্রতি শ্রদ্ধা ও দেশীয় ঐতিহ্যের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের এক অনন্য উপলক্ষ। ভবিষ্যতে আরও বড় পরিসরে উৎসব আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মধ্যে কৃষি ঐতিহ্যের প্রতি আগ্রহ ও দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করবে।


