চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, সমাজ সংস্কারক, কবি সাহিত্যিক, পবিত্র কোরআনের সপ্তম অনুবাদক ও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা বিস্তারের অগ্রদূত, প্রয়াত শিক্ষাবিদ ও সমাজসেবক মৌলভী ইদ্রিস আহমদ মিয়ার ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে শতবর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি বেলাল-ই-বাকী ইদ্রিশী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ইমানুল হক, বিশিষ্ট লেখক ও গবেষক মোহাঃ জাহাঙ্গীর সেলিম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আসগার আলী, দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি শামসুল ইসলাম টুকু এবং উজিরপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ।
সঞ্চালনা করেন প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক জামালুল ইসলাম জামাল।
বক্তারা বলেন, মৌলভী ইদ্রিস আহমদ মিয়া ছিলেন একাধারে শিক্ষাবিদ, সাহিত্যপ্রেমী ও সমাজসেবক। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।
এছাড়াও দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৭৯ নং দাদনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।