চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ধোবারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সভায় ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুরুল হুদা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ সায়েমা বেগম।
৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম কাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা ওলামাদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রেজাউল করিম সহরুল এবং সদস্য সচিব ইউসুফ আলী।
এছাড়া শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেনিয়ামিন নবীনসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে স্থানীয় নেতৃবৃন্দ জনগণের কাছে তা বাস্তবায়নের প্রয়োজনীয়তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, দেশের সার্বিক সংকট নিরসনে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হলো একটি যুগান্তকারী রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে এবং একটি সাম্যভিত্তিক মানবিক রাষ্ট্র গঠন করা যাবে। এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করতে হবে।