নিজস্ব প্রতিবেদক :
সময়ের স্রোতে কেটে গেছে শত বছর। সেই সময়ে দাঁড়িয়ে স্মৃতি, গর্ব আর দায়বদ্ধতার সম্মিলন ঘটল দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায়।শনিবার (২৮ জুন ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সভায় প্রাণের উচ্ছ্বাসে মুখরিত ছিল প্রাক্তনদের পদচারণায়।
স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক বেলাল-ই-বাকী ইদ্রিশী।
দাদনচক হেমায়েত বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রফেসর হারুন অর রশীদ, ব্যাংকার আব্দুস সাত্তার, কানাডা প্রবাসী উদ্যোক্তা ইত্তেহাদ তৌহিদুল (কোলিন্স) এবং সমাজসেবক রেজাউল করিম (সুইট)।
প্রধান অতিথির বক্তব্যে বেলাল-ই-বাকী ইদ্রিশী বলেন, শতবর্ষ কোনো সাধারণ সময়ের স্মারক নয়—এ এক মহাকাব্যিক অধ্যায়। এই স্কুল আমাদের জীবনের প্রারম্ভিক পাঠশালা, এখান থেকেই মানুষ হওয়ার পাঠ নিয়েছি আমরা। আজকের সভা কেবল স্মৃতির জার্নি নয়, বরং ভবিষ্যতের দিকে হাত বাড়ানো এক আশাবাদের সূচনা।
আমরা চাই, এই বিদ্যালয়ের শতবর্ষপূর্তি হোক এক নতুন যুগের ঘোষণা—যেখানে প্রাক্তন ও বর্তমান, অভিভাবক ও শিক্ষার্থী, শিক্ষক ও সমাজ, সবাই একসাথে গড়বে একটি ঐতিহাসিক মুহূর্ত। শুধু উৎসব নয়, আমরা এই আয়োজনের মাধ্যমে গড়ে তুলতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই শিক্ষার পরিবেশ।
সভায় আগত প্রাক্তন ছাত্ররা নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন এবং শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির পরিকল্পনা উপস্থাপন করেন। পাশাপাশি একটি প্রাথমিক প্রস্তুতি কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়। আর প্রাক্তনদের একটাই প্রত্যয়—শতবর্ষ উদযাপন শুধু স্কুলের নয়, আমাদের জীবনের শ্রেষ্ঠ আয়োজন হবে।


