মোঃ মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী
মাদ্রাসা ময়দান সংলগ্ন ঈদগাহ রোডে দুপুর ২টায় শুরু হওয়া এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান।
সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ আবু আলম খান (উজ্জল) বলেন, “আগামীতে দলের ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের দিয়েই কমিটি গঠন হবে—এটাই আমার প্রত্যাশা। আমরা চাই এমন নেতৃত্ব, যারা বাংলাদেশের উন্নয়ন এবং দলের নেতা-কর্মীদের পাশে থাকবে। দেশনায়ক জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীর বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার সালাম নিন, দেশনায়ক তারেক রহমানের সালাম নিন। আগামী ১০ আগস্টের সম্মেলনে যোগ দিন এবং সফল করুন।”
দলীয় সূত্র জানায়, সম্মেলনে মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেবেন এবং সাংগঠনিক কর্মকৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হবে।