মোঃ মাহাবুল ইসলাম মুন্না (গোদাগাড়ী), রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকারে তাঁর নিজ হতা লেখা মুচলেকা আদায় করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাইপাস উজানপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে কৃষি সার বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি হলো মেসার্স হাসান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. হাসান আলী।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেন।


