মোঃ মাহাবুল ইসলাম মুন্না, রাজশাহী:
রাজশাহীতে শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে হোটেল ওয়ারিশনের সেমিনার রুমে কর্মশালাটির উদ্বোধন করা হয়।
ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এ কর্মশালার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও সিনিয়র সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফুজ্জামান কোরবান-এর সঞ্চালনায় কর্মশালা পরিচালনা করেন হ্যালোর সহসম্পাদক সাদিক ইভান।


