মোঃ মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী
রাজশাহীর মোহনপুরে ট্রাকের ধাক্কায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছে। এতে সেনাবাহিনীর আট সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদরের মডেল টাউন এলাকায় পশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেনাবাহিনীর গাড়িটি স্বাভাবিক গতিতে চলছিল। এসময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সেনা সদস্যরা আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এবং সেনা সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। পরে আহতদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের ব্যবস্থা করে।
আহত সেনা সদস্যদের চিকিৎসা চলছে এবং তারা এখন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।