রাঙ্গামাটি প্রতিনিধি:-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোখতার আহম্মদ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশেনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সশরীরে উপস্থিত থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন যা ইতোমধ্যে নির্বাচন কমিশনে জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।


