রাঙামাটি সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাঙ্গামাটি ২৯৯ আসনে ৭ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমা আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রুহুল আমিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মান্না।
বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অশোক তালুকদার লাঙ্গল প্রতীক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা কোদাল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জসিম উদ্দীন হাত পাখা প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত আবু বক্কর সিদ্দীক রিক্সা প্রতীক, গণঅধিকার পরিষদের এম এ বাশার ট্রাক প্রতীক বরাদ্দ পেয়েছেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে একজন করে পোলিং এজেন্ট নিয়োগ করা যাবে। প্রার্থীরা দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং প্রচারণা চালাতে পারবেন। নির্বাচনী প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ টায় শেষ হবে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার নাজমা আশরাফী বলেন, একই জায়গায় একাধিক দলীয় সমাবেশ করা যাবে না। তিনি প্রার্থীদের নিজ দায়িত্বে নির্বাচনের পর লাগানো ব্যানারগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন। তিনি বলেন, “আমি আশা করি আমরা সবাই মিলে একটি ভালো নির্বাচন করব।”
রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোট কেন্দ্র ২১৩টি। এসব কেন্দ্রের মধ্যে হেলিসর্টি কেন্দ্র ২০টি। জেলায় মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫।
ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


