রাঙ্গামাটি প্রতিনিধি:-
রাঙ্গামাটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট সংরক্ষণে তৈরি ৭টি ব্যালট বাক্স আনুষ্ঠানিকভাবে তালাবদ্ধ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেলে প্রার্থী প্রতিনিধিদের উপস্থিতিতে বাক্সগুলো খুলে ভোট গণনা করা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী সভাপতিত্বে বাক্সগুলো সিল ও তালা দিয়ে বন্ধ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন এবং রাঙ্গামাটি জেলার প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ও প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীগণ সরাসরি উপস্থিত ছিলেন।
জেলার পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ হাজার ৩৬০ জন। তাদের ভোট সংরক্ষণের জন্য প্রস্তুত করা হয়েছে মোট ১৩টি স্বচ্ছ ব্যালট বাক্স। একটি বিশেষ ভোট কক্ষে কড়া নিরাপত্তা ও সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী জানান, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রতিনিধিদের সামনেই নির্ধারিত লক ও সিল দিয়ে বাক্সগুলো বন্ধ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে বাক্সগুলো খুলে ভোট গণনা করা হবে। এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত জেলার প্রার্থীরা নিয়ম কানুন মেনেই প্রচারণা চালাচ্ছেন।


