রাঙামাটি সংবাদদাতা :-
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে ৯ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা- ২০২৫ আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় চেম্বার ভবন প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন, পিপিএম।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি পদে এডভোকেট মোহাম্মদ মামুনুর রশীদ, সহ-সভাপতি নেছার আহমেদ, পরিচালক মোঃ মনিরুজ্জামান মহসিন রানা, মোঃ নিজাম উদ্দিন সহ রাঙামাটি চেম্বার অব কমার্সের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শিল্প ও পণ্যের প্রচার, প্রসার ও বিক্রয়ের উদ্দেশ্যে এই মেলার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তরা। মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এ মেলায় হস্তশিল্প, রেডিমেড পোশাক, ব্যাগ, চুড়ি, কসমেটিকস, জুয়েলারি সামগ্রী, নান্দনিক হোম ডেকোর, অর্গানিক ফুড ও হোমমেইড ফুডের স্টলসহ বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়েছে।
রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, “নারীরা স্বাবলম্বী হচ্ছে। পুরুষদের পাশাপাশি, নারীরাও সমাজ ও পরিবারে আর্থিকভাবে অবদান রাখছেন।” পরিবার পরিচালনার পাশাপাশি নিজেদের পরিচয় তৈরির জন্য উদ্যোক্তা হওয়ার এই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।
নারী উদ্যোক্তারা ৩৮টি স্টলে নানা ক্যাটাগরির পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেছিলেন। ৯ দিনব্যাপী এই মেলা ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।


