রাঙামাটি সংবাদদাতা:-
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাঙামাটি- ২৯৯নং সংসদীয় আসনে রাজনীতির মাঠে শুরু করেছে নির্বাচনি তৎপরতা। গুরুত্বপূর্ণ এই আসনকে ঘিরে মনোনয়নপত্র সংগ্রহে নেমেছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং রাঙামাটি আসনে এখন পর্যন্ত পাঁচ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রিটার্নিং কর্মকর্তা ও রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করে।
রাঙামাটি জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান জানান, ইতোমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোখতার আহম্মদ, বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)রং মনোনীত প্রার্থী প্রিয় চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পহেল চাকমা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত মোট পাঁচ প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন।
গত ১৭ ডিসেম্বর বুধবার রাঙ্গামাটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. মানছুরুল হক সহ দলটির নেতাকর্মীরা।
গত ১৯ ডিসেম্বর শুক্রবার সকালে রাঙামাটি আসনে বিএনপি প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ দলটির নেতাকর্মীরা।
১৭ ডিসেম্বর বুধবার রাঙামাটি-২৯৯ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা।
২১ ডিসেম্বর রোববার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির নেতা-কর্মীরা। ২১ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী হিসেবে পহেল চাকমা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রিটার্নিং অফিস সূত্র অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর ২০২৫ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই চলবে। আপিল নিষ্পত্তি হবে ১১ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত হয়েছে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত।


