রাঙামাটি সংবাদদাতা:-
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” স্লোগানে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রাঙামাটিতে দিবসটি উপলক্ষে সকাল ৯টায় সকালে জেলা পরিষদ থেকে সমবায়ীদের এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে এসে শেষ হয়। এরপর জেলা পরিষদ ও সমবায় বিভাগের আয়োজনে জেলা পরিষদের এনেক্স ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য।
এসময় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ রিজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইমরানুল হক ভূঁইয়া সহ বিভিন্ন সমিতি নেতৃবৃন্দ প্রমূখ।
আলোচনা শেষে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি, জাতীয় সমবায় পুরস্কার ২০২৪ রাঙ্গামাটি পার্বত্য জেলা মনোনিত সমবায় সমিতি (সদর উপজেলা),সফল সমবায় সমিতি সদর উপজেলা, মহিলা উদ্যোক্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।


